কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আলিম উদ্দিন আকন্দ (আলিমুদ্দিন মেম্বার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…..রাজিউন)। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৫ টায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আব্দুল আলিম উদ্দিন আকন্দ বিকেলে ৩টা গাবসারা চরে ক্ষেতে সার বুনতে গিয়েছিল। হঠাৎ স্ট্রোক করে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে আগামীকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় কষ্টাপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হবে।