স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই : কৃষিমন্ত্রী

Spread the love

আরমান কবীরঃ
আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়ন কাজের কোন বিকল্প নেই। বর্তমান সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকান্ড বানচাল করতে এবং দেশের আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপতৎপরতা চালাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তাদের অপতৎপরতা রুখতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সজাগ থাকতে হবে। শনিবার(১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ড’ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উল্লেখ করে বিস্তারিত বর্ণনা দেন এবং ওইসব কাজের সুফল জনগন পাচ্ছে বলে জানান।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।