কদমতলী জনতা ক্লাবের সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ
সমাজের কল্যাণই আমাদের লক্ষ্য এই স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী জনতা ক্লাবের সাধারণ সভা, সম্মাননা, কমিটি পূর্ণগঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা কদমতলী জনতা ক্লাবের আয়োজনে কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কদমতলী জনতা ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জনতা ক্লাবের আজীবন সদস্য আলহাজ আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা.কামরুল হাসান খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ন সচিব মোজাম্মেল হক খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ডা. আব্দুল কাদের,আলোক হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ফনি, দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মটু, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জীবুননিছা সহ কদমতলী জনতা ক্লাবের দাতা সদস্য আজীবন সদস্য সাধারণ সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: কদমতলী জনতা ক্লাব ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়।