স্টাফ রিপোর্টার:
“জয় শ্রী সত্য সনাতন, জয় শ্রীমদ্ভগবদগীতা” এ ¯ে¬াগান নিয়ে টাঙ্গাইলের ভুঞাপুরে গীতা স্কুলের ৫ম প্রতীষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া ঘোষপাড়া কেন্দ্রীয় নাট মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা, অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। গীতা স্কুলের উপদেষ্টা সন্তোষ কুমার দত্তের সঞ্চাচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ভ‚ঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, ভ‚ঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুনীল চক্রবতী (অব.), সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হৃদয়, ফরমান শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামান রাসেল, সাংবাদিক রফিকুল ইসলাম রবি, আব্দুর রহিম মিঞা প্রমূখ।