গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গোপালপুর উপজেলায় কম্পিউটারে ফ্রিল্যান্সিং করার নামে মেঘাপারসোনাল আইডি খুলে রমরমা পর্ণোগ্রাফির ব্যবসা চলছে। পৌর শহর থেকে শুরু করে পাড়া মহল্লায় গড়ে উঠেছে এ সব ব্যবসার দোকান। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের আভুঙ্গী এলাকায় অভিযান চালিয়ে পর্ণোগ্রাফির কাজ করার সময় হাতেনাতে ৮জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৮টি ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করা হয় ।
আটককৃতরা হলেন- চাঁন মিয়ার ছেলে রনি (২৭), শামসুলের ছেলে নাজমুল (১৯), মুসলিমের ছেলে শাহিন (২৭), সিদ্দিকের ছেলে আমিরুল (২৪), মোহাম্মদ আলীর ছেলে সানি (১৯), গোলাম হোসেনের ছেলে সাকিব হোসেন (২৩), হাকিমের ছেলে আলম (২৫) ও মুসলিমের ছেলে ফজলুল হক (৪০)।
পুলিশ জানায়, জব্দকৃত ল্যাপটপ/কম্পিউটার থেকে বিপুল পরিমান অশ্লীল ভিডিও ও ছবি পাওয়া গেছে। এরা দীর্ঘদিন ধরে এসব অশ্লীল কন্টেন্ট দিয়ে প্রতারণা করে অসাধু উপায়ে টাকা উপার্জন করে আসছে।
স্থানীয়রা জানায়, এসব কাজে জড়িতরা রাতারাতি মোটা অঙ্কের টাকার মালিক বনে গেছে। এরা দিনে ঘুমায় আর সারা রাত জেগে প্রতারণা করে অসৎ উপায়ে টাকা উপার্জন করে। বড়দের পাশাপাশি ছাত্ররাও এ কাজে বেশ পারদর্শী হয়ে উঠেছে। যাদের ঘরে খাবার জোটেনি তাদের অনেকেই এ ব্যবসা করে কোটিপতি হয়েছে।
থানার ওসি মোশারফ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামল দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ কাজে জড়িত বাকিদের খুব দ্রæত আটক করা হবে।