মির্জাপুরে নিমার্ণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানববন্ধন

Spread the love

স্টাফ রিপোর্টার:
মৌলিক অধিকারসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইমারত নিমার্ণ শ্রমিক ইউনিয়ন।
বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসদরের কলেজ রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শ্রমিক ইউনিয়নের নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে শ্রম আইনের আওতায় নিমার্ণ শ্রমিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সরকারি সহযোগিতা নিশ্চিত করার কথা উল্লেখ করেন।