বাসাইলে পৌর মেয়রের কম্বল বিতরণ

Spread the love

অর্ণব আল আমিন:

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ তার নিজস্ব অর্থায়নে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) বিকালে বাসাইল পূর্ব ব্যাপারী পাড়া, বাসাইল চক পাড়া কম্বল বিতরণ করেছেন।

বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন,আমার নিজস্ব অর্থায়নে কম্বল দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি। আমি পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার বিতরণ করেছি। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরো শীতবস্ত্র বিতরণ করছি।মানুষের শীতের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করছি। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটানো সম্ভব।মানুষের প্রয়োজনে আমি সব সময় পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।