নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে নাগরপুর মহিলা কলেজে নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো: আনিসুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা। নাগরপুর মহিলা কলেজের সভাপতি “গভার্ণিংবডি” প্রফেসর মীর আকতার হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: শাহ আলম মিয়া রোভারপলী, ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহিম, নাগরপুর মহিলা কলেজ ডিজি প্রতিনিধি গভার্নিংবডি মহাম্মদ আলী, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ মো: ছামিনুর রহমান খান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: ফজলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু বলেন, নাগরপুর মহিলা কলেজের একটি ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। এ প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। শিক্ষকরা নবীন প্রজন্মের শিক্ষার্থীদের বাংলাদেশ কিভাবে সৃষ্টি সেই ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। নবীন শিক্ষার্থীরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই নবীন শিক্ষার্থীদের হাত ধরে তৈরী হবে স্মার্ট বাংলাদেশ।
উল্লেখ্য, নবীন বরন উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।