দেলদুয়ার প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ারে রায়হান (২৫) নামের যুবককে ধারালো অস্ত্রের ঘায়ে খুন করা হয়েছে।
শনিবার উপজেলার পাথরাইল ইউনিয়নের দশকিয়া গ্রামের রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
পুলিশের ধারনা রাতের যে কোন সময় হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রায়হান দেলদুয়ার সদর ইউনিয়নের নলুয়া গ্রামের মোঃ আজাহার উদ্দিনের ছেলে। সে রাজ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে কাজের উদ্দেশে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। নলুয়া গ্রামের মোঃ টুলু মিয়া জানান, দশকিয়া গ্রামের মাদক সম্রাজ্ঞী মর্জিনার বাড়ীতে হত্যার আলামত দেখা গেছে। এলাকাবাসীর সহযোগীতায় শনিবার সকালে ওই বাড়ীর চার সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের একজন হত্যাকান্ড ঘটানোর কথাও জনসম্মুখে স্বীকার করেছে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, পাথরাইলের দশকিয়া এলাকায় রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদক ব্যবসায়ী মর্জিনার বাড়ীর চার সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়