বাংলাদেশের অগ্রগতি সারা পৃথিবীর কাছে অনুকরণীয় : ভারতীয় হাইকমিশনার

Spread the love

যুগধারা ডেস্ক :

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বলেছেন, ‘সামাজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয়। বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা চলমান থাকবে ‘

শুক্রবার (৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশিদের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনুকরণীয় বলে মনে করেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের জন্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে।

প্রণয় ভার্মা বলেন, ‘মার্চ মাস হলো একটি ঐতিহাসিক মাস। এই মাসে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু অনেক আত্মত্যাগ করেছেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

এ সময় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি শ্রী অনিমেষ, সেকেন্ড সেক্রেটারি শ্রী বৈভব গোনদানী, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়