নাগরপুরে সৌন্দর্য ফিরে পাচ্ছে উপেন্দ্র সরোবর

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

সেচ্ছাশ্রমের মাধ্যমে ঐতিহাসিক উপেন্দ্র সরোবর (১২ ঘাটলা দীঘি) এর কচুরিপানা পরিস্কারকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আজ শুক্রবার (৩ মার্চ ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শত শত সেচ্ছাসেবী মানুষ নিয়ে এ কাজ শুরু করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক।

প্রথম ধাপে কচুরিপানা পরিস্কার ও পরবর্তীতে ক্ষতিগ্রস্থ সিড়ি (ঘাটলা) মেরামত করে দীঘিকে পর্যাটন শিল্প ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলার আশ্বাস প্রদান করেন এমপি টিটু।

যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়