যুগধারা ডেস্ক :
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম কাগজের টাকার প্রচলন হয় । বাংলাদেশের প্রথম নোট ছিল ১ টাকার । আর সেই নোট প্রচলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগুজে মুদ্রা চালু হয়। উল্লেখ্য, প্রথম বাংলাদেশের কাগজের নোটে স্বাধীন বাংলাদেশের মানচিত্র আঁকা ছিল । যেদিন এই এক টাকার কাগজের নোট দেশের বাজারে ছাড়া হয় সেদিনই বাংলাদেশি কারেন্সিকে ‘টাকা’ হিসেবে ঘোষণা করা হয় ।
এই এক টাকার নোট নিয়ে গল্প রয়েছে । জানা যায়, এক টাকার ওই নোট ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। তবে দ্বিতীয় সিরিজে নোট মুদ্রণ করা হয় যুক্তরাজ্য থেকে। যার ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সদস্য ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, কে জি মুস্তফা, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম। জয়নুল আবেদিন ও কামরুল হাসানের পরামর্শে মুস্তফা হাত দিলেন ১ টাকার নোট নকশায়। প্রথমে তিনি এক টাকার দুটি নকশা করলেন। নকশা দুটি খুবই সুন্দর হল । নকশা দেখে তত্কালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ তো প্রশংসায় পঞ্চমুখ।
অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ অনুমোদন দেবার পর সেই নকশা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে নিয়ে যাওয়া হলো। নকশা দেখে বঙ্গবন্ধুও আপ্লুত হলেন । তিনি তখন নিজস্ব ঢঙে জানতে চাইলেন, ‘এগুলা কি বিলেত থেকে নকশা কইরা আনা হইছে?’ এরপর যখন বঙ্গবন্ধু শুনলেন বিলেত থেকে নয়, নকশা করেছেন বাংলাদেশেরই শিল্পী, তখন তিনি মহাখুশি হয়ে বললেন, ‘ওকে আমার কাছে নিয়া আসলা না ক্যান ?
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়