অস্কার পুরস্কার পেলেন যারা

Spread the love

যুগধারা ডেস্ক :

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

সেরা চলচ্চিত্র
এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা
ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী
মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেতা
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা মৌলিক চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনেট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
উইমেন টকিং (সারাহ পলি)

যুগধারা ডট টিভি/অন্তু