রাত পৌহালেই এলেঙ্গা পৌরসভা ভোট

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা পৌরসভার  জমজমাট প্রচার শেষে এখন ভোটের অপেক্ষা। রাত পোহালেই (১৬ মার্চ) বৃহস্পতিবার সকালে শুরু হচ্ছে ভোট গ্রহণ। সকাল ৮:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত বিরতি ছাড়াই নেওয়া হবে ইভিএম পদ্ধতি ভোট। ইতিমধ্যে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।

এ দিকে এলেঙ্গা পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি সম্পুর্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পুর্ণ করে ভোট গ্রহণে নির্বাচনী সকল সরঞ্জামাদি সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ কামরুল হাসান জানান, এলেঙ্গা পৌরসভায় ৯টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ প্লাটুন বিজিবি, সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। গুরত্বপূর্ণ কেন্দ্র গুলোতে স্বরাষ্ট মন্ত্রণালয়ের যে নির্দেশনা আছে তার চেয়ে বেশি পুলিশ ফোর্স ও ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্ট পরিচালনা ফোর্স থাকবে।

তিনি  আরো বলেন, ‘ইতিমধ্যে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। তা ছাড়া ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ এবং আনসারের সদস্য নিয়োজিত করা হয়েছে।

জানা যায়, এলেঙ্গা পৌরসভার নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী ছাড়াও নয়টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও তিন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।বর্তমানে এ পৌরসভায় ভোটার ৩০ হাজার ৪৬৭ জন।

যুগধারা ডট টিভি/অন্তু