স্টাফ রিপোর্টার :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন পরিবেশে আজ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা, ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন ও নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ভোট গ্রহন শুরুর দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। ভোটারদের দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়।
এ ছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।
যুগধারা ডট টিভি/অন্তু