নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার দিচ্ছে সদর যুবলীগ

Spread the love

সুলতান কবির :

টাঙ্গাইলে রোজাদার ছিন্নমূল মানুষের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ টাঙ্গাইল সদর উপজেলা শাখা।

রবিবার (৯ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিল্পবের সভাপতিত্বে টাঙ্গাইল নিউ মার্কেট এলাকায় এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ।

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের সহোযোগিতায় সভাপতি আবু সায়েম তালুকদার বিল্পব ইফতার বিতরণ করে।

ইফতার সামগ্রী পাওয়া একজন মা বলেন, আমাদের যে ইফতার সামগ্রী দিচ্ছে। এমন ইফতার সামগ্রী বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ছেলে মেয়ে নিয়ে তাদের ইফতার সামগ্রী দিয়ে আমরা ইফতার করব ইনশাআল্লাহ ।

ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মনিরুজ্জামান খান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক মহসিন রেজা, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, রাজিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম রাজিব, যুবলীগ নেতা মফিজুর রহমান সহ সদর উপজেলা আওয়ামী যুবলীগের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর।

যুগধারা ডট টিভি/অন্তু