যুগধারা ডেস্ক :
সময়টা ছিল বুধবার ঠিক দুপুর, জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে লিখেছিলেন, ‘আজ রাত আটটায়’ । নির্মাতার এমন ইঙ্গিতে প্রকাশ পেয়েছিল বিনোদনপ্রেমীদের হয়তো কোন সুখবর দিবেন তিনি। হয়েছেও তাই। ঘড়ির কাটায় আটটা ছুঁতেই বছরের সবচেয়ে আলোচিত সিনে খবর দিলেন পরাণ পরিচালক।
ছোট পর্দার শক্তিমান অভিনেতা আফরান নিশোকে নিয়ে আগামী ঈদেই বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। ফেসবুক পোস্টে সেই সুখবর দিয়েই রাফী লিখলেন- ‘‘সুড়ঙ্গ”, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসছে, বছরের সবচেয়ে প্রতিক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’!! সাথে প্রথমবারের মতো আফরান নিশো-কে বড় পর্দায় নিয়ে আসছে পরিচালক রায়হান রাফী। যৌথ প্রযোজনায় আলফা-আই ও চরকি।’
এ সময় পোষ্টে একটি টিজারও প্রকাশ করেছেন রাফী। সেই ভিডিওতে দেখা যায়, রাতের আধারে একটি সুনসান বাড়িতে উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আফরান নিশো। পরনে শার্ট ও ভাঁজ করা লুঙ্গি। তারপরই সেই বাড়িতে ঢুকে পড়েন তিনি।
তারপর ঢেকে রাখা সুড়ঙ্গ উন্মুক্ত করে কোদাল হাতে তাতে নেমে পড়েন গর্তে। খানিক বসে ধূমপান করে সুড়ঙ্গ ধরে যেতে থাকেন সামনের দিকে। সবশেষে দেখা যায়, নিশো শুয়ে আছেন সুড়ঙ্গের ভিতর। চারদিকে কেমন যেন রহস্যের গন্ধ!
রাফীর এই পোস্টের পরই শুভেচ্ছা জানাতে ভুলেননি বিনোদনপ্রেমীরা। এদিকে সুরঙ্গের সুখবর প্রকাশের পর রাফীকে শুভেচ্ছা জানিয়ে তার প্রোফাইলে পোস্ট দিয়েছেন আরেক জনপ্রিয় পরিচালক রেদোয়ান রনি। তিনি লিখেছেন, -প্রেক্ষাগৃহে আসছে সুরঙ্গ। শুভকামনা রায়হান রাফী ও টিম। অপেক্ষায়..’
ছোটপর্দা, ওটিটি মাধ্যমে দীর্ঘদিন দর্শকদের বিনোদিত করেছেন নিশো। সুরঙ্গের মাধ্যমে এবারই প্রথম বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা নিশোকে দেখা যাবে খনি শ্রমিকের চরিত্রে। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা।
নাটক-টেলিফিল্মের পাশাপাশি বর্তমানে ওটিটি মাধ্যমেও নিজেকে চিনিয়েছেন আফরান নিশো। অভিনয়ে আসার দীর্ঘদিন পর তাই নিশোর বড়পর্দায় হাজির হওয়া নিয়ে দর্শকদের আগ্রহও অনেক বেশি। এবার দেখার বিষয়, আগামী ঈদে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিজের কতটা দখল দেখাতে পারেন আফরান নিশো।
যুগধারা ডট টিভি/অন্তু