টাঙ্গাইলে দারুল ইসলাহ মাদ্রাসার পুরস্কার বিতরন অনুষ্ঠান

Spread the love

স্টাফ রিপোটার :

টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায় দারুল ইসলাহ মডেল ও হিফয মাদ্রাসার প্রথম সেমিস্টার পরিক্ষার ফলাফলের ভিত্তিতে পুরস্কার বিতরন অনুষ্ঠান শনিবার (১৩ মে) মাদ্রাসার মিলনায়তনে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার চেয়ারম্যান মুফতিরেফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইকরা নুরানী তালিমুল কোরআন বোর্ড এর পরিদর্শক মাওলানা মীম হুমায়ন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রখেন, বিশিষ্ট সমাজ সেবী মো. লুৎফর রহমান লিটন তালুকদার। প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের ব্রবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব আদালত পাড়া বহুমুখী কল্যান সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুর রহমান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবদুল মান্নান, হাফেজ মো. মাহমুদুল হাসান, ছাত্র অভিভাবক মো. আমিনুল ইসলাম, শিক্ষার্থী মো.আবদুল কাদের জিলানী প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ আবু হোরায়রা। অনুষ্ঠানে শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

যুগধারা ডট টিভি/অন্তু