মোঃ রুবেল মিয়া :
টাঙ্গাইলের মির্জাপুরে উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার স্বনামধন্য প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতালে বিদেশী ডাক্তারদের সহযোগিতায় বিনামূল্যে মহিলাদের জরায়ুর সমস্যা জনিত অপারেশন ও চিকিৎসা দেওয়া হবে।
শনিবার (১৩ মে) সকাল ১১ টায় কুমুদিনী হাসপাতাল কনফারেন্স হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মহিলাদের জরায়ু সমস্যা জনিত বিষয়ে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক ডাঃ এবিএম হাসান, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ এম এ হালিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শ্রাবণী সাহা বক্তব্য রাখেন।
কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাকাল হইতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন প্রকার প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বর্তমানে বাস্তবায়নকৃত প্রকল্প সমূহের মধ্যে ২০১৭ ইং সাল হতে অস্ট্রেলিয়ান (ডিএকে) ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় “প্রশান্তি” প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে মহিলাদের জরায়ুর সমস্যা জনিত রোগ পেলভিক অরগ্যান প্রোলাপ্স এর চিকিৎসা, আধুনিক পদ্ধতিতে (স্যাকরো-স্পাইনোয়াস ফিক্সাশন) অপারেশন ও ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, নার্সদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ পর্যন্ত কুমুদিনী হাসপাতালে প্রায় ৬০০ মত জরায়ু সমস্যা জনিত মহিলার চিকিৎসা দেওয়া হয়েছে।
বাংলাদেশে প্রায় প্রতি বছর এই জরায়ু জনিত সমস্যায় ৩ লাখ মহিলা ও ৩০ লাখ নবজাতক প্রাণ হারায়। এরই ধারাবাহিকতায় ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত কুমুদিনী হাসপাতালে ডাক্তার ও নার্সদের সমন্বয়ে প্রোলাপ্স রোগী অপারেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
চিকিৎসকদের মধ্যে রয়েছেন, অস্ট্রেলিয়ান ডাঃ বারবারা অ্যান হ্যালি, ডাঃ জোহান উইলিয়াম ট্রেইলার, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায় ও ডাঃ বিলকিস প্রমূখ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমুদিনী হাসপালের অনিমেষ ভৌমিক লিটন জিএম অপারেশন, এজিএম আ. হাই, কুমুদিনী নার্সিং বিভাগের প্রধান দ্বিপালি পেরিআর সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু