জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের রাত-দিন গণসংযোগ করে চলেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের।
সভা-সমাবেশ, উঠান বৈঠক, পথসভা, সামাজিক ও সরকারি-বেসরকারি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে চলছে তাঁর প্রচারণা। তিনি জনগণের মাঝে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে যাচ্ছে তিনি।
রোববার (১৪ মে) বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নে ময়থা গাছ পাড়া গ্রাম, ময়থা পুরাতন বাজারে গংসযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিউর রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা।
অতীতের মতোই এবারের নির্বাচনকে সামনে রেখে জোয়াহেরকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছে বাসাইল-সখিপুরের তৃণমুল আওয়ামী লীগ এবং ভ্রাতৃপ্রতিম সহযোগি, সংগঠনের নেতাকর্মীরা।
যুগধারা ডট টিভি/অন্তু