শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

Spread the love

জাহাঙ্গীর আলম :

আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুকের সভাপতিত্ব প্রধান বক্তার বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি) জোয়াহের।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চদ্র সাহা, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র এস এম সিরাজুল হক, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আক্তার রোনু, জেলা ছাত্রলীগ প্রমুখ।

যুগধারা ডট টিভি/অন্তু