অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি আমিরাতে সারবে বাংলাদেশ

Spread the love

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের জন্য ১৪ সেপ্টেম্বর দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর তিন দিন আগে থেকে অনুশীলন ক্যাম্পের মধ্য দিয়ে শুরু হয়েছে টাইগারদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। যদিও তিন দিনের দুই দিনই বৃষ্টিতে ভেসে গেছে।

তার ওপর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যেখানে অস্ট্রেলিয়া সেখানে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়া হচ্ছে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা মতো অবস্থা। সে কারণেই দেশের বাইরে অনুশীলনের ব্যবস্থা করার জন্য বিসিবির কাছে জানিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

বিসিবিও সেই চাওয়া পূর্ণ করেছে। বাংলাদেশ নিজেদের অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি সারবে আরব আমিরাতে। সেখানে কেবল অনুশীলন ক্যাম্পই নয় দুইটি ম্যাচও খেলবে বাংলাদেশ। প্রস্তুতির জন্য নয় আমিরাতের বিপক্ষে সেই ম্যাচ দুটি পাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও।

আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এই অনুশীলন ক্যাম্পের জন্য দুবাইয়ে উড়াল দেবে টাইগাররা। সেখানে অনুশীলন ক্যাম্প শুরুর পর টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আমিরাত ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ দুটি হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর।