হাসিনা বলেছিলেন যারা এরশাদের অধিনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান – বুলু

Spread the love

স্টাফ রিপোর্টার :

১৯৮৬ সালে লাল দিঘির ময়দানে দাঁড়িয়ে শেখ হাসিনা বলে ছিলেন যারা এরশাদের অধিনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। তবে তিনি ও জামায়াতে ইসলাম এবং বামদলসহ হোসাইন মোহাম্মদ এরশাদের অধিনে নির্বচনে গিয়েছিলেন।

শুক্রবার (১৯ মে) বিকেলে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে এ সব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, লোডশেডিং, পুলিশি হয়রানীর প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের জনসমাবেশে বুলু আরও বলেন, একমাত্র আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার অধিনে কোন নির্বাচনে যাননি। একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না। আমরা হতে দিবনা, রক্তের বিনিময়ে হলেও আমরা তা প্রতিহত করবো।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের বেপারীপাড়ায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদব আব্দু সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু প্রমুখ।

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় আয়োজিত জনসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, বিএনপি নেতা একেএম মনিুরুল হক, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারন সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা তাঁতীদলের সভাপতি শাহ আলম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন প্রমুখ।

এ ছাড়াও বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

যুগধারা ডট টিভি/অন্তু