সহদেব সূত্রধর সায়ন :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পূর্ব পাড়া মরাগাঙ্গী নদীর উপর ৭২ মিটার আরসিসি গার্ডার ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার(২১ মে) বেলা সাড়ে ১১ টায় বাসাইল পূর্ব পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রীজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এ সময় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সিনিয়র সহ-সভাপতি এ কে আজাদ খানশুর, সহ-সভাপতি আবু হানিফ মিয়া,সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল জলিল মিয়া,বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু