মির্জাপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

Spread the love

মোঃ রুবেল মিয়া :

টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সংরক্ষণের দায়ে দায়িত্বরত এক শিক্ষকের ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মে) সকাল ১১টার সময় মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে হাতেনাতে নকলসহ আটক করা হয়।

কারাদন্ডপ্রাপ্ত ওই শিক্ষক মির্জাপুর উপজেলার হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও কুড়ালিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে আফিকুর রহমান (৪০) বলে জানা গেছে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাকে পুলিশের মাধ্যমে দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু