মধুপুরে আউট সোর্সিং নামে মাদক ও পর্ণোগ্রাফি নির্মাণের ৬ যুবকের কারাদন্ড, ল্যাপটপ ও মোবাইল  জব্দ

Spread the love

নাজিবুল বাশার :

টাঙ্গাইলের মধুপুরে অনলাইন বিজনেস বা আউট সোর্সিং ব্যবসার অফিসে অভিযান চালিয়ে ৬ যবুকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে।

মাদক ও পর্ণোগ্রাফি সংক্রান্ত অপরাধের দায়ে দুইটি পৃথক ভ্রাম্যমাণ আদালত দুই যুবকের অর্থদন্ডসহ তিন মাসের কারাদন্ড দিয়েছেন।

দন্ডিতরা হলো- অরণখোলা  এলাকার কালারবাজারের শাহজাহান আলীর ছেলে জাহাঙ্গীর সরকার (৩০) ও আউশনারা গ্রামের শামসুল হকের ছেলে শাহ আলম (২৬) সহ ব্যবহত ৮ টি ল্যাপটপ জব্দ দেখানো হয়েছে। 

রবিবার (২৮ মে) বিকেলে মধুপুর পৌরশহরের মাস্টার পাড়া এলাকায় আউট সোর্সিং ব্যবসার অফিসে অভিযান চালিয়ে ল্যাপটপসহ তাদের কে গ্রেফতার করে উপজেলা প্রশাসন অফিসে নিয়ে আসে তথ্য উপাত্ত যাচাই বাচাই করে সততা নিশ্চিত করে তাদের কে কারাগারে প্রেরণ করে। 

এর আগে গত (২৪ মে)  চার যুবককে অর্থদন্ডসহ ৬ মাসের কারাদন্ড দিয়েছেন। ৬ টি  ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার ও  ১০ টি মোবাইল ফোন সেট জব্দ দেখানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এবং সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মধুপুর থানার এসআই কামরুল ইসলাম, পুলিশ সদস্য ও জনপতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় জানান, মধুপুরে বহু দিন যাবৎ আউট সোর্সিং অনলাইন ব্যবসার নামে উঠতি বয়সের যুবকরা নেশা করে রাত জেগে কাজ করে যাচ্ছে। অনলাইনের ব্যবসার আড়ালে লক্ষ লক্ষ ডলার আয় করার মেতে উঠে। রাতভর তাদের ছুটাছুটিতে স্থানীয় অতিষ্ঠ হয়ে উঠে।

অভিযোগ উঠেছে আউট সোর্সিং এর মাদক ও পর্ণগ্রাফির। মধুপুরের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় আস্তানা গড়েছে এ অনলাইনের জগৎতে উঠতি বয়সের যুবকরা।

পাশাপাশি মাদক ও পর্ণোগ্রাফিতে দিন দিন তারা আসক্ত হয়ে পড়ছে।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালালে বেড়িয়ে আসে অনলাইনের নামে মাদক আর পর্ণোগ্রাফির মহাচিত্র।

যুগধারা ডট টিভি/অন্তু