মে’র ২৬ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৪২ কোটি ডলার

Spread the love

যুগধারা ডেস্ক :

চলতি মে মাসের ১ থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১৪১ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৮ টাকা ধরে তা দাঁড়ায় ১৫ হাজার ৩৩০ কোটি টাকা। হিসাব অনুসারে, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৫ কোটি ৪৬ লাখ ডলার।

রোববার (২৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ কথা জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, মে মাসের প্রথম ২৬ দিনে ১৪১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৮৫ লাখ ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৭০ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১১ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক জানায়, মে মাসের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশে এসেছে ২৯ কোটি ২ লাখ ১০ হাজার ডলার। আর প্রথম ১৯ দিনে এসেছে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে চলতি বছরের এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি বছরে এ পর্যন্ত এপ্রিলে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকায়। রেমিট্যান্স এসেছে ৮০ কোটি ৪ লাখ ডলার। এছাড়া চট্টগ্রাম বিভাগে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৬ কোটি ১৪ লাখ ডলার।

সিলেট বিভাগে ২০ কোটি ১৭ লাখ ডলার, খুলনা বিভাগে ৬ কোটি ৭৩ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৫ কোটি ৩৫ লাখ ডলার, বরিশাল বিভাগে ৪ কোটি ১৪ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩ কোটি ৭ লাখ ডলার ও রংপুর বিভাগে ২ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এ দিকে চলতি অর্থবছরের মার্চে ২০১ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। এছাড়া ফেব্রুয়ারিতে এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে এসেছিল ১৯৫ কোটি ৮৯ লাখ ডলার।

যুগধারা ডট টিভি/অন্তু