মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

Spread the love

স্টাফ রিপোর্টার :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি মৌসুমেরবৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ৩টি রঙ্গন ফুলের গাছ লাগিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন ফল ও ফুলের গাছ রোপনেরকর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু