কালিহাতীতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসূচি

Spread the love

কালিহাতী প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ( ১ নভেম্বর ) বিকেলে উপজেলার এলেঙ্গায় স্থানীয় একটি রিসোর্টে এ কর্মীসভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির মানবাধিকার উপসম্পাদক আমিনুর রহমান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন। কালিহাতী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সফির সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সদস্য আজহারুল ইসলাম অপু প্রমুখ। এসময় এলেঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বকুল তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান দোলনসহ দুই শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।