সখীপুরে একটি অবৈধ কারখানা সিলগালা, দুই লাখ জরিমানা ও মালামাল ধ্বংস

Spread the love

সখিপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুরে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব- ১৪, সিপিসি-৩। ভেজাল জুস জাতীয় শিশু খাদ্যের ওই কারখানার মালিক জমির উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা ও ২৫ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৯ জুন) বিকেলে ৪টায় থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। র‍্যাবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ উপস্থিত ছিলেন। 

র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পুকুর পাড় এলাকায় আলামিন এগ্রো ফুটস এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি  নামের একটি অবৈধ কারখানা গড়ে ওঠে।

প্রায় ২ বছর আগে গড়ে ওঠা ওই কারখানাতে অনুমোদনহীন রসালো ড্রিংস, রসালো লাচ্ছি, ম্যাংগো ড্রিংকস, তেঁতুলের আচার, ললিপপ, ডিন চানাচুর, লিচুর ড্রিংকসসহ ১৯ ধরনের উৎপাদিত পন্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে র‍্যাব- ১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল ৪ ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করে রাত ৮ দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডের এক জঙ্গল এলাকায় নিয়ে ধ্বংস করা হয়।  

এ বিষয়ে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) জানান, দীর্ঘ দিন ধরে ভেজাল জুস জাতীয় শিশু খাদ্য তৈরি করে বাজারে সরবরাহ করে আসছিল।

যা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে ও উপজেলা প্রশাসনের সহায়তায় ওই অবৈধ কারখানাটিতে উৎপাদিত জুস জাতীয় প্রায় ২৫ লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জরুল মোর্শেদ বলেন, অবৈধ কারখানাটির সত্যতা পেয়ে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা, মালামাল ধ্বংস ও কারখানাটি সিলগালা করা হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু