টাঙ্গাইল পৌরসভায় ১৭২ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইল পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর প্রাক বাজেট ও টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইল পৌরসভার মিলনায়তনে মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

মেয়র সিরাজুল হক আলমগীর জানান, আগামী অর্থ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য ১৭২ কোটি ১৯ লাখ ৩৫ হাজার ১০৫ টাকা প্রস্তাবিত বাজেট করা হয়েছে।

এর মধ্যে পৌরসভার সাধারণ তহবিল ৩৬ কোটি ৭৮ লাখ টাকা, পানি সরবরাহ কেন্দ্র তিন কোটি ৭৬ লাখ টাকা, উন্নয়ন সহায়তা তহবিল চার কোটি ২৫ লাখ টাকা, নিজস্ব তহবিলে উন্নয়ন ১৫ কোটি ১৭ লাখ টাকা, মুলধন আয় ছয় কোটি ছয লাখ টাকা, বিশ্ব ব্যাংক ও পৌরসভার আর্থিক সহায়তায় বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্প খাতে আয় তিন কোটি টাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় গুরুপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প খাতে আয় দুই কোটি ৫০ লাখ টাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন টাঙ্গাইল পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে আয় ৫০ কোটি ২৫ লাখ টাকা, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য টাঙ্গাইল পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প হতে আয় ৭৫ লাখ ২৫ হাজার টাকা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ডের আওতায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে আয় চার কোটি ৫০ লাখ টাকা, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক কোভিড ১৯ রেসপনস এন্ড রিকভারি প্রজেক্ট খাতে আয় ১০ কোটি টাকা ও প্রারম্ভিক স্থিতি ৩৭ কোটি ৮৭ লাখ ১০ হাজার ১০৫ টাকা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাজিজুর রহমান স্বপন ও তানভীর ফেরদৌস নোমান প্রমুখ।

এ সময় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু