স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
এ দিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়রসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন জন মেয়র প্রার্থী ছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে, বাসাইল পৌরসভা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সে নির্বাচনে মেয়র নির্বাচিত হন মজিবুর রহমান। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিম আহমেদ মেয়র নির্বাচিত হন। পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠ করে নির্বাচন কমিশনের ১০ জন নিজস্ব পর্যবেক্ষক দায়িত্ব পালন করছেন। ১ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১০ কেন্দ্রে ১০ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও আইন শৃঙ্খলার পুলিশসহ, ২ প্লাটুন বিজিবি এবং ৩ টি র্যাবের টিম দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে ১ জন করে মোবাইল টিমের সদস্য রয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু