স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ২নং গাবসারা ইউনিয়নের চর চন্দনী দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে একটানা ভোট গ্রহন। চারজন সাধারন অভিভাবক সদস্য (দাখিল স্তর) সরাসরি নির্বাচনে অংশগ্রহন করছেন। তবে সাধারন অভিভাবক সদস্য (এবতেদায়ী স্তর) মোঃ আব্দুর রাজ্জাক, সাধারন শিক্ষক সদস্য (এবতেদায়ী স্তর) মোঃ হাশেম আলী, সাধারন শিক্ষক (দাখিল স্তর) আব্দুল্লাহ আল মামুন চকদার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মঞ্জুরা বেগম এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য কামরুন নাহার সুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে যে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করছেন তারা হলেন আজমান মন্ডল (ব্যালট নং-১), মো. জুলহাস উদ্দিন (ব্যালট নং-২), জয়নাল আবেদিন (ব্যালট নং-৩) ও মোঃ সাইফুল ইসলাম শাজাহান (ব্যালট নং-৪)। এ মাদরাসার অভিভাবক ভোটারের সংখ্যা মোট ১৭৮জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ শহিদুজ্জামান মাহমুদ উপজেলা সমাজসেবা অফিসার, ভূঞাপুর উপজেলা, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ রফিকুল ইসলাম সহকারী সমাসেবা অফিসার ভূঞাপুর উপজেলা। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন মোঃ আবুল কালাম আজাদ ও আজমুন নাহার বিথী সহকারী সমাজ সেবা অফিসার ভূঞাপুর উপজেলা। এছাড়া মাদরাসার সুপার মোঃ আবুল বাতেনসহ শিক্ষকগন উপস্থিত ছিলেন।