নাজিবুল বাশার :
টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ ভাংচুর মারামারি ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও মধুপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু এর সমর্থকের মধ্য এ ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশ ৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় মধুপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
জানা যায়, শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে উভয় গ্রুপ কর্মসূচি গ্রহণ করে। পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান গ্রুপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তাদের কর্মসূচি পালনের জন্যে মঞ্চ করে সমাবেশের আয়োজন করে।
অপর দিকে, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু’র গ্রুপ থানা মোড় সংলগ্ন মালাউড়ী তার বাসার সামনে কর্মসূচি পালনের আয়োজন করে।
উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কর্মসূচিতে আসার পথে আহতদের মধ্যে যারা হাসপাতালে ভর্তি হয়েছে তারা হলো-লাউফুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে খলিলুর রহমান (৩২), দামপাড়া গ্রামের মোর্শেদের ছেলে মাসরাফি (২৩), ইদিলপুর গ্রামের আহমেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০), ভবানটেকী গ্রামের ইউসুফ আলীর ছেলে সোয়াইফ (২০), গাংগাইর গ্রামের খালেদ আহমেদের ছেলে মাসরুর আহমেদ প্রিতম (৩০), দানবাবান্দা গ্রামের আহসান আলীর ছেলে চাঁন মিয়া (৬৫), মাগন্তিনগর গ্রামের মৃত সোবাহান বেপারীর ছেলে শামছুল হক (৫২), ইদিলপুর গ্রামের মৃত তমিছ উদ্দিনের ছেলে মুকুল হোসেন (৫০), মহিষমারা গ্রামের মৃত আ. মজিদের ছেলে শাহ আলম (৫১), জলছত্র গ্রামের আ.মান্নানের ছেলে মনির হোসেন (৩২)।
আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ইদিলপুর গ্রামের আহমেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০) কে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
হামলা সংঘর্ষ ও আহতদের নিয়ে দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় গ্রুপ।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবু তার নিজ বাসায় তাৎক্ষণিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আমরা উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের নিয়ে মালউড়ী আমার বাসার সামনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটাসহ সমাবেশের আয়োজনের কথা থানা পুলিশের সাথে বললে থানা পুলিশ শুক্রবার মধুপুর হাটের দিন থাকায় উপজেলা পরিষদ চত্বরে করার সিদ্ধান্ত নেয়।
তিনি জানান, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক শেষে খবর পান তার বাসার সামনে নেতাকর্মীদের হোন্ডা, সরকারি গাড়ি ও কাজী ডিজিটাল হাসপাতালে হামলা করা হয়েছে।
তিনি বলেন, একই সাথে মধুপুর বাসস্ট্যান্ডে মেয়াদ উত্তীর্ণ মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে মধুপুর বাসস্ট্যান্ডে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আসার পথে ৭০/৮০ জন নেতাকর্মীরা পিটিয়ে আহত করা হয়েছে।
এ সময় তিনি অভিযোগ করেন, তার প্রোগ্রাম তারা বানচাল ও ব্যহত করার জন্য মেয়াদ উত্তীর্ণ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এর নেতৃত্বে মালাউড়ী আমার বাসার সামনে রেখে যাওয়া নেতাকর্মীদের প্রায় শতাধিক মোটরসাইকেল আমার ব্যবহার করা সরকারি গাড়ি আওয়ামী লীগের কাজী আ. মোতালেব এর কাজী ডিজিটাল হসপিটাল ও আমার চেম্বারে রাখা প্রধানমন্ত্রীর ছবি ও জাতির পিতার ছবি তারা ভাংচুর, মিছিলে হামলা করে প্রায় ৭০/৮০জন নেতাকর্মীদের আহত করে বলে জানান।
এ সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান বলেন, গত ১৪ মে কৃষিমন্ত্রীর বিরুদ্ধে ডিবিসি চ্যানেলের মিথ্যাচার করায় আমরা বিভিন্ন ইউনিয়নে প্রতিবাদ মিছিল করেছে এবং তাকে দল থেকে বহিষ্কারের আবেদন করলে জেলা আওয়ামী লীগ তাকে শোকজ করে। শোকজের জবাব হতো দিয়েছে।
তিনি অভিযোগ করেন, দল ১৪ বছর ক্ষমতায়। চৌদ্দ বছরে কোনোদিন তারা প্রতিষ্ঠা বার্ষিকী করেনি উল্লেখ করে বলেন, যেহেতু সে শোকজ প্রাপ্ত সেহেতু তাকে বাদ দিয়ে আমরা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে বিকেলে ৩টায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে আলোকদিয়া ইউনিয়নের নেতাকর্মীরা আসার পথে তাদের উপর হামলা মারপিঠ করে আহত করেছে বলে অভিযোগ করেন।
তিনি হোন্ডা, গাড়ি ও হাসপাতালের হামলা বিষয় তার জানা নেই বেল জানান।
এ ব্যাপারে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠা বার্ষিকীর কে কেন্দ্র করে মধুপুর আওয়ামী লীগের বিবাদোমান দুই গ্রুপের মধ্যে হামলায় গাড়ি ভাংচুর হয়েছে। পুলিশ ৯ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যুগধারা ডট টিভি/অন্তু