বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া ভূঞাপুরে ১৬ মেধাবী শিক্ষার্থী পেল সংবর্ধনা

Spread the love

স্টাফ রিপোর্টার :

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেধাবী ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন অনলাইন ভিত্তিক স্থানীয় সামাজিক সেবামূলক ও সেচ্ছাসেবী সংগঠন ‘প্রতিভা ছাত্র সংগঠন’।

সোমবার (৩ জুলাই) দুপুরে ভূঞাপুর পৌর শহরের নবনির্মিত মোশারফ স্যার মার্কেটের রেখা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সংবর্ধনা ছাড়াও বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে চান্স পাওয়া মেধাবী ওই শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন সংগঠনটি।

প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রেজুয়ানুল করিম রানার সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন, ইবরাহীম খাঁ কলেজের ইংরেজি বিভাগের
বিভাগীয় প্রধান মো. শাহরিয়ার হোসেন, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ফলদা এসএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ।