সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৭৯টি প্রতিষ্ঠানের ২৯৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহগণনা প্রকল্প – ২০২১’ এর ব্যবহ্নত ট্যাব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন। এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে এসব ট্যাব বিতরণ করা হলো।
ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার বলেন, প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে আমি আনন্দিত। পড়াশোনার জন্য বিভিন্ন তথ্য জানা এখন আরও সহজ হবে আমাদের।
মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক প্রধান শিক্ষক বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে প্রধানমন্ত্রীর এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
উপজেলা পরিসংখ্যান অফিস তথ্যমতে জানা যায়, উপজেলার পর্যায়ে ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদরাসা ও ৫টি কারিগরিসহ মোট ৭৯টি বিদ্যালয়ের ২৯৮টি ট্যাব বিতরণ করা হয়। এর আগে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ২৮২টি ট্যাব বিতরণ করা হয়েছে। এসব ট্যাব নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঞ্জরুল মোর্শেদ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আনোয়র হোসেন, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির (জমিয়াতুল মোদার্রেসিন) সভাপতি ও প্রতীমা বংকী ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারী, সানস্টার ইনিস্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আবু হানিফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।