যুগধারা ডেস্ক :
আগামী বছরের (২০২৪) এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরীক্ষার পূর্ণ সময় ৩ ঘণ্টা ও পূর্ণ ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে লকডাউনসহ নানা পরিস্থিতিতে গত ৩ বছর (২০২১, ২০২২ ও ২০২৩) ধরে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা হচ্ছিল। সময় ও নম্বর কমিয়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এতে আরো বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ।