মধুপুরে কৃষি প্রণোদনার কর্মসূচির সার বীজ বিতরণ উদ্বোধন

Spread the love

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন ফসলের বীজ সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর রবিবার সকালে কৃষকদের মাঝে শীতকালীন পেঁয়াজ,রসুন,মসুর, সূর্যমুখী,সরিষা ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।
টাঙ্গাইল জেলা কৃষি পুনর্বাসন কমিটির বাস্তবায়নে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা,তাজবিনূর রাত্রী, উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান মিজান,উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকার, রাজু আহমেদ প্রমুখ।
পরে মধুপুর উপজেলার বিভিন্ন ব্লকের প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।