দেশে উন্নয়ন হয়েছে তবে দেশের মানুষ ভাল নেই- কাদের সিদ্দিকী

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যাগে ৩০ ডিসেম্বর বাসাইল উপজেলা বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন,দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মানসম্মান নেই, ছোট-বড় পার্থক্য নেই, সবাই বাদশা।
যত বড় বড় কথা বলুক, দেশে উন্নয়ন হয়েছে, দালান-কোঠা হয়েছে। তবে দেশের মানুষ ভাল নেই। সারাদিন যে কামলা দিয়ে খায়, সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই যে মানুষ পরিশ্রম করবে, তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র ও উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।