সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বঙ্গবীর কাদের সিদ্দিকী হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভোট চুরি করতে যাবে তাদেরকে ধরবেন। আমি তাকে সম্মানজনক পুরস্কার দিবো। এবার রক্ষা নাই জাল ভোট চলবে না চলবে না।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সখীপুর উপজেলার তালতলা চত্তরে কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা মার্কার) নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ কয়েক বছর এই দেশে কোন নির্বাচন হয় নাই। মানুষের ভোটের কোন অধিকার নাই। আমরা গামছা মার্কারা ভোটের অধিকার চাই। ভোটের অধিকার আদায়ের জন্যই আমি ভোটে দাঁড়িয়েছি।
তিনি বলেন, এবারের নির্বাচন ৭১সালের মত যুদ্ধ। এ যুদ্ধে আমাদের জিততে হবে।
তিনি আরও বলেন, আটিয়া বন অধ্যাদেশের যাতাকলে এই পাহাড়ের মানুষ জর্জরিত। আমরা আটিয়া বন অধ্যাদেশ চাই না। আমরা তার বাতিল চাই, ইনশাআল্লাহ আমরা তা বাতিল করবো। বাষট্টি আরোয়ারের কারণে এখানকার মানুষ খাজনা দিতে পারে না। কথা দিয়ে গেলাম নির্বাচনের পরে ছয় মাসের মধ্যে তোমারা যদি তোমাদের জমির খাজনা দিতে না পারো হাতে চুড়ি পরবো।
নির্বাচনে ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি বেকুব নেতাদের বলি ভোট কেন্দ্রে ভোটার আমার দরকার না। ভোট কেন্দ্রে ভোটার শেখ হাসিনার দরকার। বাইরের দুনিয়ার কাছে তাকে মুখ দেখাতে হবে। সেই জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন। মা বোনদের নিয়ে যাবেন।
পথসভায় আরও বক্তব্য দেন, কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী, কন্যা কুঁড়ি সিদ্দিকী, বঙ্গবীরের সহোদর শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হাবিব উন নবী সোহল প্রমুখ।