টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৮৪তম স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত

Spread the love

স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল সাহিত্য সংসদের ৩৮৪তম কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বুরো বাংলাদেশ সৌজন্যে টাঙ্গাইল সাহিত্য সংসদের আয়োজনে কবিতা পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইসহাক খান। ঘাটাইল উপজেলার সরকারি জিবিজি কলেজের অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন গ্রন্থাগারের আহবায়ক কমিটির সদস্য খন্দকার নাজিম উদ্দিন, কবি আলরুহী, কবি অনীক রহমান বুলবুল, ডাক্তার পিনাকী দে, কবি রোকেয়া ইসলাম ও রোকেয়া পারভীন। সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব ও টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বাদল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।