ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য সাহায্য চেয়ে আবেদন

Spread the love

স্টাফ রিপোর্টার : দরিদ্র বকুল বেগম ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। তিনি টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর গ্রামের আফাজ তালুকদারে মেয়ে ও পত্রিকার হকার আনোয়ার হোসেন মজনুর স্ত্রী। তিনি বর্তমানে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

ইতোমধ্যে ঋণ করে তার চিকিৎসার্থে প্রচুর টাকা ব্যয় হয়েছে। বর্তমানে ২শতাংশ ভূমির উপর বসত ভিটা ছাড়া আর কোন সহায় সম্পত্তি নেই। তাকে কেমো ও রেডিওথ্যারাপী দেওয়া খুবই জরুরি। চিকিৎসার জন্য তার ৮/১০ লক্ষ টাকা প্রয়োজন। তার পরিবার অর্থাভাবে তার চিকিৎসার ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না।

সহৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকার প্রধানের নিকট আবেদন বকুল বেগমের মরণব্যাধী ক্যান্সার চিকিৎসার ব্যয়ভার লাঘবের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে সহযোগিতার হাত বাড়ালে তাকে বাঁচানো সম্ভব। এ বিষয়ে মজনু মিয়া তার স্ত্রীর চিকিৎসায় সকলের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।

যে কোনো আর্থিক সাহায্য পাঠাতে রোগীর নিজের ব্যাংক একাউন্ট নম্বরে (জনতা ব্যাংক লিমিটেড, আশেকপুর শাখা, টাঙ্গাইল, হিসাব নং- ০১০০০৩২৬৪২৬৫৩) পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে তার পরিবারের সঙ্গে ০১৮৪১-৬৪৭৩৯৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।