মধুপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আটক

Spread the love

মধুপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের মধুপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আমিনুল ইসলাম মন্ডল(২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। গত সোমবার মধুপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিনি আটক হয়েছেন। আটক সাজা প্রাপ্ত আসামী আমিনুল মন্ডল মধুপুর উপজেলার পৌর এলাকার মালাউড়ী গ্রামের মতি মন্ডলের ছেলে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মাজহারল আমিন আটক আমিনুল ও তার পরিবারের বরাত দিয়ে জানান, গত ২০১৯ সালে রাজমিস্ত্রির কাজে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় আমিনুল অবস্থান করতেন। স্থানীয় এক যুবতীকে সম্পর্কের সূত্রে ফুঁসলিয়ে মধুপুর নিয়ে এসে বিয়ে করেন। এ নিয়ে ওই যুবতীর অভিভাবক নড়িয়া থানায় নারী শিশু নির্য়াতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলা নম্বর ২৭, তারিখ ২৬/০৩/২০১৯। এ মামলায় আমিনুল আটক হয়ে জেলে গিয়ে ছিলেন। পরে জামিনে এসে দুই তিনবার হাজিরা দিয়ে পলাতক থাকেন। পলাতক আসামী আমিনুলের অনুপস্থিতিতে শরীয়তপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত বিজ্ঞ বিশেষ ট্রাইবুনাল যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।