বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমনের মৃত্যু

Spread the love

কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের গোপালপুরের মেধাবী কলেজ ছাত্র ইমন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৮ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেধাবী শিক্ষার্থী ইমন।

গত ৪ আগস্ট টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র আন্দোলনে যোগ দেন। আন্দোলন চলাকালীন সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ইমন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত ইমন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে। তিনি ২০২৩ সালে এসএসসি পাশ করেন। বর্তমানে সে গোপালপুর কলেজে অধ্যায়নরত্ব শিক্ষার্থী ছিলেন।