টাঙ্গাইলে পল্লীমঙ্গল কর্মসূচি ৫ শতাধিক বণ্যার্তদের মাঝে ত্রান বিতরণ

Spread the love

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পল্লীমঙ্গল কর্মসূচির আওতায় ৫ শতাধিক বন্যার্তদের মাঝে পাকুল্লা শাখার আয়োজনে ত্রান বিতরণ করেছেন।

সোমবার বেলা ১১টায় মির্জাপুরের পাকুল্লা শাখা অফিসে প্রতিটি বন্যা দুর্গত পরিবারের মাঝে ১০ কেজি চাল,২কেজি ডাল, ৩কেজি আলু, ১ কেজি লবন, ১লিটার সয়াবিন, ১ বক্স স্যালাইনসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পিএমকের প্রধান নির্বাহী কামরুন নাহারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগ বা আপৎকালীন সময়ে ত্রাণ সহায়তাসহ সদস্য ও তার পরিবারকে বিনা খরচে চিকিৎসা সেবা দেয়ার কথাও জানালেন কর্মকর্তা বৃন্দ। তাদের এ সেবা কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, পিএমকে’র উপপরিচালক মো. মোহাররম হোসেন, সহকারী পরিচালক মো. নূরুল ইসলাম, অত্র শাখার এরিয়া ম্যানেজার মো. ইউনুস আলী, শাখা ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী, জোনাল হিসাব রক্ষক মো. শাহ আলম, আইটি অফিসার আল আমিন ইসলাম প্রমুখ।