যুগধারায় সংবাদ প্রকাশের জেরে” কালিহাতীতে মোবাইল কোর্ট অভিযান, ড্রেজার মেশিন এবং পাইপ ধ্বংস

Spread the love

শরিফুল ইসলাম মাহফুজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন স্থান থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট এর অভিযান চালিয়ে প্রায় এক হাজার  মিটার বালু তোলার পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ এবং  ধ্বংস  করে দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ আগষ্ট ) দুপুরে উপজেলার বল্লা ও পাইকড়া ইউনিয়নের কাগুজিপাড়া, কামান্না, সরাগী, পাইকড়া ও বল্লা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসাইন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিষয়ে শাহাদাত হুসাইন জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন অমান্য করে উপজেলার বিভিন্ন  বিল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ীরা। এতে করে উপজেলার বিভিন্ন  কৃষিজমি ও বসতবাড়িসহ ইত্যাদি হুমকির মুখে পড়ছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের প্রায় এক হাজার  মিটার পাইপ ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ এবং  ধ্বংস  করা হয়। এসময় পুলিশ সহকারী, আনসার সদস্য উপস্থিতি ছিলেন। তিনি আরো জানান, এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।