“সত্যের সাথে, ভালোর সাথে প্রথম আলোতাই আমরাও আছি প্রথম আলোর সাথে”

Spread the love

স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে প্রথম আলো’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, প্রতি সকালে ভোরের আলোর মতোই সত্যের আলো ছড়াচ্ছে প্রথম আলো। প্রথম আলো যে সংবাদ পরিবেশন করে সেটা কার পক্ষে গেলো বা বিপক্ষে গেলো সে বিবেচনা করে না। সত্যের সাথে, ভালোর সাথে আছে প্রথম আলো। তাই আমরাও প্রথম আলোর সাথে আছি।
বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারি এমএম আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল শাখার সহ-সভাপতি বাদল মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান, আইনজীবী ও মানবাধিকার কর্মী জিনিয়া বখ্শ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর টাঙ্গাইলের নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর।
এর আগে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনটি বিভাগে শতাধিক প্রতিযোগি অংশ নেন। অনুষ্ঠানে বন্ধু সভার সদস্যরা গান, নাচ পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। শেষে কেক কেটে প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।