করটিয়া আবেদা খানম গার্লস স্কুল কমিটির নির্বাচনে জাল ভোটের অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা করটিয়া আবেদা খানম গার্লস হাই স্কুলে অভিভাবক সদস্য পদে নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১২ টার দিকে ৩ জন ভোটার ভোট দিতে গেলে দায়িত্বরত নির্বাচন কর্মকর্তা বলে আপনার ভোট হয়ে গেছে। ভোট দিতে না পেরে ওই ভোটারা প্রতিবাদ করতে থাকে। একপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষক মো. জিন্নাহ মিয়া, সৈয়দ মাজেদুল আলম নাঈম ও আলমগীর সিকদার গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভোট দিতে না পেরে খাকজানা গ্রামের মো. শামীম নামের এক ভোটার আক্ষেপ করে বলেন,আমি একজন রিকসা চালক। কাজ বাদ দিয়ে ভোট দিতে এসেও আমি আমার ভোট দিতে পারলাম না। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন। জাল ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান,ভোটারদের সনাক্ত করবে প্রার্থীদের এজেন্ট। আমরাতো ভোটারদের চিনিনা। এরপর এমন ঘটনা যেন না ঘটে সেজন্য আরো সর্তকতা অবলম্বন করবো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে ১ নং ব্যালটে আশিষ কুমার সাহা ২ নং ব্যালটে এমদাদুল হক এনামুল ৩ নং ব্যালটে মো. ফেরদৌস ৪ নং ব্যালটে শফিকুল ইসলাম শফি অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করছেন । নির্বাচনে ১ হাজার ৩০৪ জন জন ভোটার ভোট প্রয়োগ করবেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পুলিশ সদস্যদের বিদ্যালয়ে মোতায়েন রাখা হয়েছে। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে শনিবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে জনিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিলিপ কুমার পাল।