বাসাইলে ইউএনও’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

Spread the love

অর্ণব আল আমিন ঃ টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিনকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।  

রবিবার  (১৩ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদ পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা পরিষদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানন কাজী অলিদ ইসলাম। 

অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা পারভিনের এক বছরের কর্মময় দিনগুলোর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন নাহার রীতা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) শার্লী হামিদ, টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, বাসাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ  কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বাসাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান আপেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মিয়া, কাউজানী  ইউপি চেয়ারম্যান আতাউল গণি হাবিব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মনির খান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর-ই লায়লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান গণ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন  কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন। 

বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার বক্তব্যে বদলি জনিত বিদায়ী মুহূর্তে সবার কাছে দোয়া প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।