টাঙ্গাইলে মাসিক ছড়াপাঠের আসর অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদক : “ ছড়া শুধুই নয় শিশুতোষ, রয়ও তাতে দ্রোহ ও রোষ”- এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে মাসিক ছড়াপাঠের অষ্টম আসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের আকুর টাকুর “ কাকলীকুঞ্জে” এই আসরের আয়োজন করা হয়।

কলামিষ্ট ও অধ্যাপক জহরুল হক সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ গ্রহন সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক ও ছড়াকার এড. খান মোহাম্মদ খালেদ। এর পর একে একে ছড়াপাঠ ও অনুভূতি প্রকাশে করেন কবি সালেহ্ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম, নাট্যাভিনেতা মীর নাসিমুল ইসলাম সেলিম, কবি ও কলেজ শিক্ষক অনীক রহমান বুলবুল, ছড়াকার ও কলেজ শিক্ষক সোহেল সৌকর্য, সাংবাদিক হেমায়েত হোসেন হিমু, অধ্যাপক আলী রেজা, ছড়াকার রহমান শিবলু, কবি মিশুক মনজুর, ছড়াকার সাব্বির হোসাইন, বিশাল চক্রবর্তী ও শিশু ছড়াশিল্পী অহনা। আসরটি সঞ্চালনা করেন ছড়াকার ও কলেজ শিকক্ষক কাশীনাথ মজুমদার পিংকু।